বুধবার, ০৭ মে ২০২৫

|

বৈশাখ ২২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ইউএনও বরাবর অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৪৩, ৬ মে ২০২৫

পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ইউএনও বরাবর অভিযোগ

ফাইল ছবি

নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলায় পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের জন্য উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বরাবর পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের অভিভাবকের পক্ষে আলমাস মিয়া তথ্য ও ডকুমেন্ট সহকারে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ্য করেন প্রধান শিক্ষকের অবৈধ কাজে সহায়তার জন্য দীর্ঘদিনের খন্ডকালীন অফিস সহায়ক দুইবার জেএসসি পরীক্ষায়  অকৃতকার্য সুমন দাস কে জন্ম তারিখ পরিবর্তন করে  অষ্টম পাসের প্রত্যয়ন পত্র দিয়ে চাকরি দেন এবং এমপিও ভুক্ত করেন, কোচিং ক্লাস থেকে সরকার নির্ধারিত ১০% টাকা বিদ্যালয়ে না দিয়ে নিজে আত্মসাৎ করেন, ২০১৫ থেকে ২০২৫ পর্যন্ত, জেলা প্রশাসক বিদ্যালয়ের বেতন ভাতা নির্ধারণ করে দেন কিন্তু তিনি এটা অমান্য করে নিজে বিদ্যালয়ের বেতন ভাতা বৃদ্ধি করে দেন, ২০২৩ সালে স্কুলের টুল বেঞ্চ বাহিরে নিয়ে যায় ১১০ জোড়া প্রাইভেট পড়ানোর জন্য বিভিন্ন শিক্ষকদের বাসায় দিয়ে দেন পরে কমিটির মাধ্যমে ৬০/৭০ জোড়া বেঞ্চ উদ্ধার করা হয় এবং ম্যানেজিং পূর্ণাঙ্গ মিটিংয়ে প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম সোকস করা হয় এখনো পর্যন্ত তিনি কোন উত্তর দেয়নি, বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া সহ আরো অনেক অভিযোগে উল্লেখ্য করেন। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানান এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।