
ফাইল ছবি
রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার তারাইল, বিরাবোসহ আশপাশের এলাকার গরিব ও প্রান্তিক কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন রূপগঞ্জ উপজেলা যুবদলের নেতাকর্মীরা। স্বেচ্ছায় ও বিনা পারিশ্রমিকে ধান কেটে দেওয়ার বিষয়টি এলাকায় বেশ সাড়া পড়েছে। তাতে কৃষকদের মুখে হাসি ফুটে উঠছে।
সরেজমিন জানা গেছে, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রপ্রধান থাকা সত্ত্বেও তিনি কৃষকদের জন্য নিজ হাতে কোদাল নিয়ে খাল খননসহ কৃষকদের ফসল ফলানোর জন্য কাজ করেছিলেন। বেগম খালেদা জিয়াও রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন কৃষকের ২৫ বিঘা জমির খাজনা মওকুফ করেছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফায় কৃষি ও কৃষককে প্রাধান্য দেওয়া হয়েছে। তাই প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়িয়েছে রূপগঞ্জ উপজেলা যুবদল।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমন নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গরিব ও প্রান্তিক কৃষকদের স্বেচ্ছায়-বিনা পারিশ্রমিকে ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন। কাঞ্চন পৌরসভার তারাইল, বিরাবো এলাকার কৃষক জাহাদ আলী, বিল্লাল হোসেন, আবু বক্কর, সিদ্দিক, আম্বর আলী, রফিকুল ইসলামসহ অনেকের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছেন যুবদলের নেতাকর্মীরা।
কৃষকরা জানিয়েছেন, বীজ তৈরি, হাল চাষ, বীজ রোপণ, সেচ, সার ও কীটনাশকের ব্যবহারসহ ধানের পরিচর্যায় কৃষকের অনেক টাকা খরচ হয়ে যায়। ধান কেটে ঘরে তুলতে দিনমজুরের খরচ দিতে হিমশিম খেতে হয় তাদের। কোনো কোনো সময় ধান কাটার শ্রমিক পাওয়া যায় না। তাই রূপগঞ্জ উপজেলা বিএনপি, ছাত্রদল ও যুবদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গরিব ও প্রান্তিক কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিচ্ছেন। তাতে কৃষকরা উপকৃত হচ্ছেন। এ কার্যক্রমে কৃষকের মুখে হাসি ফুটে উঠছে।
রোববার নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমন ২৫-২৬ জন নেতাকর্মী সঙ্গে নিয়ে তারাইল গ্রামের কৃষক আব্দুল খালেকের ২৮ শতাংশ জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন।
কৃষক আব্দুল খালেক বলেন, অর্থনৈতিক সমস্যার কারণে শ্রমিকের মজুরি এবার বাড়তি। অন্যদিকে চলছে দাবদাহ। আবার অন্য এলাকা থেকে এখনো শ্রমিক আসতে শুরু করেনি। ঝড়-বৃষ্টির আশঙ্কায় জমির পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। যুবদলের নেতাকর্মীরা আমার জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছেন। তাদের এমন কাজে আমি ভীষণ খুশি। আশা করি তারা আমার মতো অন্য কৃষকদের পাশে দাঁড়াবেন।