
ফাইল ছবি
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, তারেক রহমানের সহধর্মিণী যিনি একজন ডাক্তার তাকে ১৭ বছর এই ফ্যাসিস্ট সরকার দেশের বাইরে রেখেছিল। আজ তিনিও দেশে ফিরেছেন। এতে শুধু বিএনপি নয়, দেশের সাধারণ মানুষও আজকে আনন্দিত।
মঙ্গলবার (৬ মে) বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে কুড়িল বিশ্বরোড এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে অবস্থানকালে একথা জানান তিনি।
তিনি আরো বলেন, শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং করার চেষ্টা করেছিল। আর তাকে চল্লিশ মিনিটের নোটিশে দেশ ছাড়তে হয়েছে। আর আমাদের নেত্রীকে রাজকীয় ভাবে কাতারের আমীর চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছে। জনগণের মেন্ডেট নিয়ে কেউ মানুষের ক্ষতি করতে চাইলে আল্লাহ তাকে ছাড়ে না।
তিনি বলেন, আমাদের প্রতি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি নির্দেশনা রয়েছে। যে যত বড় নেতাই হোক যদি চাঁদাবাজি করে, যদি দেশের বিরুদ্ধে কোন কাজ করে তাকে বহিস্কার করতে এক মিনিটও তিনি দেরি করবেন না। এটা আমি হই বা অন্য কোন লোক হোক।