মঙ্গলবার, ০৬ মে ২০২৫

|

বৈশাখ ২২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে অপহরণ মামলায় গ্রেপ্তার ৩

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৪৩, ৫ মে ২০২৫

আড়াইহাজারে অপহরণ মামলায় গ্রেপ্তার ৩

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অপহরণ মামলায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৪ মে) গভীর রাতে অভিযান চালিয়ে রুবেল শিকদার, সবুজ মিয়া ও পাপ্পু নামে ৩ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, শনিবার (৩ মে) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মো. শিকদারের ছেলে রুবেল শিকদারকে (২৯) অপহরণ করে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পাকুন্ডা পূর্বপাড়া এলাকার সবুজ মিয়া (২৭), একই এলাকার পাপ্পু (২৪), মাসুদ মিয়াসহ অজ্ঞাত কয়েকজন। উপজেলার ব্রাহ্মন্দী এলাকায় রুবেল শিকদারকে আটক রেখে অপহরণকারীরা ৩০ হাজার টাকা, একটি মুঠোফোন ও একটি মোটরসাইকেল লুটে নেয়। পরে মারধর করে ব্রাহ্মন্দী ইউনিয়নের অজ বাংলা কারখানার সামনে ফেলে দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, বাকীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।