
মশাল মিছিল
গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মূখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এনসিপির নেতাকর্মীরা।
শনিবার (৫ এপ্রিল) রাতে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে এই মশাল মিছিল বের করেন এনসিপি নেতাকর্মীরা।
এসময় মিছিলটি বঙ্গবন্ধু সড়ক অতিক্রম করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে আওয়ামী লীগ নিষিদ্ধসহ হামলার সাথে সংশ্লিষ্টদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার দাবী জানান এনসিপি নেতারা।
এসময় এনসিপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আহমেদুর রহমান তনুর নেতৃত্বে এনসিপির নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন।