মঙ্গলবার, ০৬ মে ২০২৫

|

বৈশাখ ২২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে টেক্সটাইল মিলে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ একজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:০৪, ৫ মে ২০২৫

নারায়ণগঞ্জে টেক্সটাইল মিলে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ একজনের মৃত্যু

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাজীপাড়ায় মঞ্জু টেক্সটাইলে গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ সিকিউরিটি গার্ড হান্নানের (৫২) মৃত্যু হয়েছে।

সোমবার (৫ মে) রাত সাড়ে ৩টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, নারায়ণগঞ্জ থেকে দগ্ধ অবস্থায় চারজন আমাদের এখানে আসেন। তাদের মধ্যে হান্নান চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে আইসিইউতে মারা যান। তার শরীরে ৪০ শতাংশ দগ্ধ হয়েছিলেন। বর্তমানে কবিরের শরীরের ৫৩ শতাংশ ও সাইফুল ইসলামের ৩৪ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে সকাল ১০টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন- সিকিউরিটি গার্ড মো. কবির (৪৫), মো. হান্নান (৫২) ও অ্যাকাউন্টস অফিসার মো. সাইফুল ইসলাম (৩২) ও সাইফুল (২৮)।