মঙ্গলবার, ০৬ মে ২০২৫

|

বৈশাখ ২২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

কোরবানির ঈদকে ঘিরে প্রস্তুতি শুরু এগ্রো ফার্মগুলোতে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:১৩, ৫ মে ২০২৫

কোরবানির ঈদকে ঘিরে প্রস্তুতি শুরু এগ্রো ফার্মগুলোতে

ফাইল ছবি

নারায়ণগঞ্জে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে কোরবানির পশুর খামারে প্রস্তুতি শুরু হয়েছে। ঈদকে কেন্দ্র করে খামারগুলোতে চলছে গরু প্রস্তুতকরন। ইতিমধ্যে এসকল খামারে বেচাকেনাও শুরু হয়েছে।

নারায়ণগঞ্জের বেশ কয়েকটি গরুর খামার ঘুরে এ দৃশ্য দেখা গেছে। এসকল খামারে কোরবানির উদ্দ্যেশ্যে গরু মোটাতাজা করা হচ্ছে।

এছাড়াও কোরবানির ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু কিনে স্বল্প সময়ে মেটাতাজা করার জন্য নিয়ে আসা হচ্ছে। গরুর পরিচর্যায় খামারের মালিক কর্মচারীরা বাড়তি নজর দিচ্ছেন।

এদিকে ঈদ উল আযহা উপলক্ষে খামার গুলোতে গরু বেচাকেনা শুরু হয়ে গেছে। এসকল খামারে কোরবানির জন্য প্রস্তুতকৃত গরুর বেশিরভাগই ইতিমধ্যে বিক্রি বা বুকিং হয়ে গেছে।

প্রতি বছরই কোরবানির ঈদের মাস দুয়েক আগেই খামারগুলোর নিয়মিত ক্রেতারা এসে গরু কিনে ফেলে। কেনা গরুগুলো ঈদের আগ পর্যন্ত ফার্মেই রেখে যায় তারা। ঈদের আগে ক্রেতাদের চাহিদা মত ক্রেতাদের বাড়িতে কোরবানির পশু পৌঁছে দেন খামারিরা।