মঙ্গলবার, ০৬ মে ২০২৫

|

বৈশাখ ২২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নিরাপত্তার চাদরে বিমানবন্দর, ফিরছেন খালেদা জিয়া

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:২৯, ৬ মে ২০২৫

নিরাপত্তার চাদরে বিমানবন্দর, ফিরছেন খালেদা জিয়া

হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর

দীর্ঘ চার মাস লন্ডনে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকার হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটির হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। তার এই স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে পুরো বিমানবন্দর।

সরেজমিনে দেখা যায়, বিমানবন্দরের সামনের রাস্তা থেকে শুরু করে টার্মিনালের সামনে পর্যন্ত সর্বত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। সিভিল এভিয়েশনের পাশাপাশি পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী, বিমানবাহিনী, আনসার, এসএসএফ ও সিএসএফ এর  ব্যাপক সংখ্যাক সদস্য বিমানবন্দরের সর্বত্র মোতায়েন রয়েছে। তাদের বিভিন্ন যানবাহন আটকে পরিচয় নিশ্চিত হতে দেখা গেছে। পাশাপাশি বিমানবন্দরের সামনের রাস্তায় বিএনপির নেতাকর্মীরা যাতে ভিড় করতে না পারে সেজন্য তাদের সরিয়ে দিতে দেখা গেছে। তারা রাস্তায় যানবাহন চলাচলে যাতে বাধা সৃষ্টি না হয় সেজন্য চেষ্টা করে যাচ্ছেন।

বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে নিরাপত্তার দায়িত্বে থাকা সিভিল এভিয়েশনের গ্রুপ ক্যাপ্টেন মো. জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে বলেন, খালেদা জিয়া একজন বিশেষ ব্যক্তি। তার দেশে ফেরাকে কেন্দ্র করে বিমানবন্দরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সিভিল এভিয়েশনের পাশাপাশি র‍্যাব, পুলিশ, সেনাবাহিনী, আনসারসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি যাতে না হয়, সেজন্য আমরা সতর্ক অবস্থানে আছি।

এদিকে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে সকাল থেকে বিমানবন্দরের সামনে জড়ো হতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। তাদের হাতে খালেদা জিয়ার ছবির পাশাপাশি দলীয় ও বাংলাদেশের পতাকা দেখা গেছে। বিভিন্ন ধরনের স্লোগানও তাদের দিতে দেখা গেছে। বিএনপির বিভিন্ন কেন্দ্রীয় নেতাদেরও টার্মিনালে আসতে দেখা যায়।

যুক্তরাজ্যে উন্নত চিকিৎসা শেষে বাংলাদেশের পথে রওনা হয়েছেন খালেদা জিয়া। সোমবার (৫ মে) বাংলাদেশ সময় রাত সোয়া ৯টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তাকে বহনকারী কাতারের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে উড়াল দেয়।

স্বদেশ প্রত্যাবর্তনযাত্রায় খালেদা জিয়ার সঙ্গে আছেন তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি।

উন্নত চিকিৎসার জন্য ৭ জানুয়ারি বাংলাদেশে থেকে রওনা হয়ে ৮ জানুয়ারি যুক্তরাজ্যে পৌঁছান বিএনপি প্রধান। বিশেষায়িত লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে ২৫ জানুয়ারি থেকে তিনি বড় ছেলে তারেক রহমানের বাসায় লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।  

চোখ ও পায়ের ফলোআপ চিকিৎসার জন্য ২০১৭ সালের ১৬ জুলাই লন্ডন গিয়েছিলেন বেগম খালেদা জিয়া। তিন মাস লন্ডনে অবস্থানের পর সেবার দেশে ফিরেছিলেন ওই বছরের ১৮ অক্টোবর।