
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় সোহেল নামে এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা চালানো হয়েছে।
সোমবার রাত ৮টায় ফতুল্লার শাসনগাও এলাকায় বিসিক ৩নং গেইটের সামনে এ ঘটনা ঘটে।
আহত সোহেল (৪০) ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় ওয়াহিদ মিয়ার বাড়িতে স্ত্রী সন্তান নিয়ে ভাড়া থাকেন। সে খুলনা বাঘেরহাট এলাকার মৃত. সোলেমান মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাসদাইর এলাকার কৃষকদল নেতা হোটেল সুমনের নেতৃত্বে একদল সন্ত্রাসী রাত ৮টার দিকে সোহেলের পথরোধ করে বিসিক ৩নং গেইটের সামনে হামলা চালায়। এসময় সোহেলের মাথায় হাত পায়ে এলোপাথারী কুপিয়ে মৃত্যু নিশ্চিত ভেবে সুমন ও তার লোকজন চলে যায়। এরপর আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন সোহেলকে প্রথমে খানপুর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে জরুরি বিভাগের চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে প্রেরন করেন।
আহত সোহেলের শশুর মালেক মিয়া জানান, সোহেল আইসিউতে ভর্তি আছে। তার অবস্থা আশঙ্কাজনক। একটু সুস্থ হলে থানায় অভিযোগ করবো।
ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।