মঙ্গলবার, ০৬ মে ২০২৫

|

বৈশাখ ২২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে অস্ত্র গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:২৯, ৫ মে ২০২৫

সিদ্ধিরগঞ্জে অস্ত্র গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

দুই সন্ত্রাসী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অস্ত্র ও গুলিসহ দুই জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন, আমির হোসেন সনেট (৩৬) ও সজিব রায় (৩৩)। 

রোববার রাত সাড়ে ৩টায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা খালপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তাদের হেফাজত থাকা একটি পিস্তল ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোঃ শাহিনূর আলম জানান, গ্রেপ্তারকৃতরা নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের সশস্ত্র ক্যাডার ছিলো। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ৩টায় এসআই ইলিয়াসের নেতৃত্বে পুলিশের একটি দল সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা খালপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় আমির হোসেন সনেট ও সজিব রায়কে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে একট পিস্তল ও তিন রাউন্ড তাজা গুলি করা হয়। 

গ্রেপ্তারকৃত আমির হোসেন সনেট নারায়ণগঞ্জ সদর থানার খানপুর জোড়া পানির ট্যাংকি এলাকার মোঃ গিয়াস উদ্দিনের ছেলে এবং সজিব রায় নারায়ণগঞ্জ সদর থানার নগর খানপুর এলাকার মৃত গোপাল রায়ের ছেলে। 

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।