
প্রতীকী ছবি
বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ২ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মঙ্গলবার (৬ মে) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে গত সোমবার (৫ মে) বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভূক্ত আসামীরা হলো বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের দেওয়ানবাগ কলাবাড়ি এলাকার রফিক মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জসিম (৪২) ও একই ইউনিয়নের আন্দিরপাড় এলাকার মৃত রফিজ উদ্দিন চৌকিদারের ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মিলন (২৫)।