
প্রতীকী ছবি
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে ভোর হতেই ঢাকা যাবেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা।
সোমবার (৫ মে) নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতারা একথা জানান।
সকালে ঢাকার কুড়িল বিশ্বরোড এলাকায় নির্ধারিত স্থানে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিবেন। ইতিমধ্যে বিশাল শোডাউনের জন্য নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন।
সোমবার (৫ মে) রাত সোয়া নয়টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে খালেদাজিয়াকে বহনকারী কাতারের এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দ্যেশ্যে রওয়ানা হয়েছে। আগামীকাল সকাল সাড়ে দশটায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণের কথা রয়েছে।