বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

|

জ্যৈষ্ঠ ১৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জের ফরাজিকান্দা হাটে এসেছে দেড় শতাধিক গরু

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:০০, ২৭ মে ২০২৫

নারায়ণগঞ্জের ফরাজিকান্দা হাটে এসেছে দেড় শতাধিক গরু

ফরাজিকান্দা বালুর মাঠের অস্থায়ী হাট

নারায়ণগঞ্জে ঈদ উল আযহাকে কেন্দ্র করে অস্থায়ী হাটগুলোতে কোরবানির পশু আসতে শুরু করেছে। ইতোমধ্যে বন্দরের ফরাজিকান্দা বালুর মাঠে কোরবানির পশু আসতে শুরু করেছে।

মঙ্গলবার (২৭ মে) বন্দর উপজেলার ফরাজিকান্দা বালুর মাঠের অস্থায়ী হাট ঘুরে এ দৃশ্য দেখা গেছে। 

এসময় হাটে ঘুরে মাঝারি থেকে বড় আকারের দেড় শতাধিক গরু দেখা গেছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্তের ব্যাপারীরা তাদের গরুর জন্য জায়গা বরাদ্দ নিয়েছেন। আগামী দুয়েকদিনের মধ্যে হাটে কোরবানির পশু নিয়ে তারা চলে আসবেন বলে জানা গেছে। 

এ হাটের পাশেই নদী থাকায় নদীপথে ও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে সহজে কোরবানির পশু পরিবহন করা যায়। এতে ব্যাপারীদের পশু আনতে বেগ পোহাতে হয়না।

ফরাজিকান্দা বালুর মাঠ হাটের ইজারাদার রানা মুজিব জানান, আমাদের হাটে ইতোমধ্যে কোরবানির গরু চলে এসেছে। আগামী দুয়েকদিনের মধ্যে আরো গরু চলে আসবে। আমার বিশেষ অনুরোধ, আপনারা গরু যেখান থেকেই কেনেন। আমাদের বন্দর ফরাজিকান্দা হাটটি একবার ঘুরে যাবেন।

তিনি জানান, এখানে নিরাপত্তার বিশেষ ব্যবস্থা আছে। ব্যাপারীদের থাকা খাওয়া ও শৌচাগারের সুব্যবস্থা আছে। বিশুদ্ধ পানির ব্যবস্থা আছে, রয়েছে পশু চিকিৎসকও। 

তিনি আরো জানান, হাটে গরু কিনতে আসাদের নিরাপত্তায় ও ব্যাপারীদের জন্য এখানে টাকা জমা রাখা, জাল টাকা ধরার ব্যবস্থাও আছে। কোরবানির পশু কেনার পর পশুর খাদ্য ও পশু পরিবহনের সুব্যবস্থাও আছে।