বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

|

জ্যৈষ্ঠ ১৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে যানজট নিরসনে মাঠে সেনাবাহিনী 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৩৩, ২৭ মে ২০২৫

নারায়ণগঞ্জে যানজট নিরসনে মাঠে সেনাবাহিনী 

যানজট নিরসনে মাঠে সেনাবাহিনী

নারায়ণগঞ্জ শহরে যানজট নিরসনে মাঠে কাজ করছে সেনাবাহিনীর সদস্যরা। 

মঙ্গলবার (২৭ মে) দুপুরে শহরের দুই নং রেলগেট এলাকায় ঘুরে এ দৃশ্য দেখা গেছে। 

এসময় সড়কে ট্রাফিক কন্ট্রোলে ট্রাফিক পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদেরও কাজ করতে দেখা গেছে। 

এসময় পথচারীরা জানান, বিগত কয়েক মাসে নারায়ণগঞ্জ শহরে যানজট বেড়েছে। রমজানে কিছুটা স্বস্তি মিললেও এরপর থেকে শহরে যানজট পরিস্থিতির অবনতি ঘটেছে। দশ মিনিটের পথ রিক্সায় চড়ে গেলে ঘন্টাখানেক সময় লাগছে। দিনভর এ সড়কে যানজট লেগেই থাকে।

এসময় যানজট নিরসনে প্রশাসন ও সেনাবাহিনীকে কার্যকরী উদ্যোগ নেয়ার আহ্বান জানায় নগরবাসী।