
পুরস্কার বিতরণী
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ ইসলামিক এডুকেয়ার একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে সিদ্ধিরগঞ্জের বটতলা কান্দাপাড়া এলাকায় ইসলামিক এডুকেয়ার একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর ও নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল জব্বার। এসময় তিনি বলেন বলেন শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য লেখাপড়ার পাশাপাশি যুবক ও ছাত্র সমাজকে শালীন রুচিশীল খেলাধুলায় মনোযোগ দিতে হবে। কারণ আমরা শুধু লেখাপড়া করব আর বিনোদন অন্যদের নিয়ন্ত্রণে থাকবে এটা হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ ও নৈতিক বিনোদনকে উৎসাহিত করেছেন।
বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন,সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানা আমীর মাহাবুব আলম, থানা সেক্রেটারি হাবিবুর রহমান, ও সহকারী সেক্রেটারি এনায়েতুল্লাহ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন উক্ত মাদ্রাসার প্রিন্সিপাল অধ্যক্ষ ইউসুফ আলী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।