
ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পাওয়ার ৭২ ঘণ্টার মাথায় প্রত্যাহার করা হয়েছে পুলিশ পরিদর্শক ইসমাইল হোসেনকে।
বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিমের স্বাক্ষরিত এক আদেশে এই পুলিশ কর্মকর্তাকে থানা থেকে প্রত্যাহার করে রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার ('খ' সার্কেল) আসিফ ইমাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রশাসনিক কারণে ইসমাইল হোসেনকে প্রত্যাহার করে ঢাকা রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে।