বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

|

শ্রাবণ ১৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জের ফতুল্লায় আগুনে পু্ঁড়ে গেছে ২০টি বসতঘর

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:৩১, ২৯ জুলাই ২০২৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় আগুনে পু্ঁড়ে গেছে ২০টি বসতঘর

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর এলাকায় ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। আগুনে পুঁড়ে গেছে অন্তত বিশটি ছোট বসত ঘর। 

সোমবার (২৮ জুলাই) রাত দশটায় একটি টিনসেড ঘরে আগুনের সূত্রপাত্র ঘটে। পরে আশাপাশের ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

স্থানীয়রা জানান, তারা মিয়ার টিনসেড বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটিয়ার বসত ঘরে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। এসময় বসত ঘরগুলোর নিম্ন আয়ের বাসিন্দারা আতংকে ছোটাছুটি করে রাস্তায় বের হয়ে আসেন এবং এলাকাবাসির সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা করেন। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের মন্ডলপাড়া ও হাজীগঞ্জ স্টেশনের চারটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। তাদের প্রায় এক ঘন্টার চেষ্টায় রাত সাড়ে এগারোটায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আসে। ততোক্ষণে আগুনে পুঁড়ে যায় অন্তত বিশটি বসত ঘর ও যাবতীয় আসবাবপত্র। তবে কেউ হতাহত হয় নি। 

বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা ফায়ার সার্ভিস কতৃপক্ষের। তবে ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষণিকভাবে জানা যায় নি। 

শহরের মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ শাহজাহান জানান, আগুনের খবর পেয়ে মন্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত্র হয়ে থাকে পারে। তবে ক্ষয়ক্ষতির পরিমান তদন্তের পরে জানা যাবে।