বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

|

শ্রাবণ ১৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোনারগাঁয়ে ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:১৯, ২৯ জুলাই ২০২৫

সোনারগাঁয়ে ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক হাজার পিস ইয়াবাসহ একজন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (২৮ জুলাই) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্টে তল্লাশি চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি হলেন- মোঃ আলম (৩৪)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ থানার মৃতঃ হাসানের স্ত্রী।

এর আগে রাতে সোনারগাঁয়ের আষাড়িয়ার চর এলাকায় মেঘনা টোলপ্লাজায় পুলিশ চেকপোস্টে মাদক কারবারির দেহ তল্লাশী চালিয়ে আসামির পরিহিত লুঙ্গীর নিচে থাকা হাফ প্যান্টের ডান পকেট থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃত মাদক কারবারিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।