
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাগরিক পরিবহনের মালিক এম এ রহিমকে (৪৬) হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (৩০ জুলাই) এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন রহিম।
তিনি জানান, গত কয়েকদিন যাবৎ বিভিন্ন নাম্বার হতে আমার মোবাইল নাম্বারে ফোন করে বিভিন্ন ধরনের হুমকী প্রদান করা হচ্ছিল। গত ২৯ জুলাই অজ্ঞাত এক ব্যাক্তি ফোন করে বলে আমি যেন নাগরিক পরিবহন লিঃ এর ব্যবসা না করি। ব্যবাসা বন্ধ করে দেই। তখন আমি তাকে কারন জিজ্ঞাসাবাদ করিলে সে আমাকে খারাপ ভাষায় গালাগালি করে এবং আমাকে ও আমার পরিবারের লোকজনদেরকে হত্যার হুমকী দেয়।পরবর্তীতে আমার মোবাইল ফোনে ট্রু কলার এপসে অজ্ঞাত ব্যাক্তির নাম আসে সাব্বির।