
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের তিনটি আসনের সীমানা পুনর্নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। আসন তিনটি হল নারায়ণগঞ্জ ৩, ৪ ও ৫।
বুধবার (৩০ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয় এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
নতুন সীমানা অনুযায়ী নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দর উপজেলা নিয়ে নারায়ণগঞ্জ-৩ আসন, ফতুল্লা থানার পাঁচ ইউনিয়নের সাথে গোগনগর ও আলীরটেক ইউনিয়ন যুক্ত করে নারায়ণগঞ্জ-৪ ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ড নিয়ে নারায়ণগঞ্জ-৫ আসন গঠন করা হয়েছে।