
শীতলক্ষ্যা নদী
নারায়ণগঞ্জে টানা বর্ষণে কারণে শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তিনটি নদীর পানিই এখন বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। এর ফলে নদী তীরবর্তী এলাকার মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন।
সোমবার (২৮ জুলাই) শহরের পাঁচ নং ঘাট ও ফতুল্লা লঞ্চঘাট এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে।
জানা যায়, গত কয়েক দিনের বৃষ্টিতে তিন নদীর পানি কয়েক সেন্টিমিটার বেড়েছে। স্থানীয়রা জানান, নদীর পানি বাড়ায় ঘাটে ওঠানামা করা কঠিন হয়ে পড়েছে। অনেক এলাকায় বাড়িঘরে পানি ঢুকতে শুরু করেছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, টানা বৃষ্টির কারণে পানি বৃদ্ধি পেয়েছে। তবে তাৎক্ষণিক বন্যার আশঙ্কা নেই। সতর্কতার অংশ হিসেবে নদী তীরবর্তী এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আরও বৃষ্টি হলে নদীর পানি আরও বাড়তে পারে, এর ফলে স্বল্প সময়ের জন্য নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।