শুক্রবার, ০১ আগস্ট ২০২৫

|

শ্রাবণ ১৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সীমানা পরিবর্তন চূড়ান্ত হলে রনির পথ পরিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:২৮, ৩১ জুলাই ২০২৫

আপডেট: ১৩:৩০, ৩১ জুলাই ২০২৫

সীমানা পরিবর্তন চূড়ান্ত হলে রনির পথ পরিষ্কার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রাজনীতিতে আসন্ন সীমানা পরিবর্তন ঘিরে শুরু হয়েছে নানামুখী আলোচনা। ফতুল্লা অঞ্চলকে কেন্দ্র করে ফতুল্লা ও সদরের দুই ইউনিয়ন নিয়ে নতুন করে গঠিত হয়েছে নারায়ণগঞ্জ-৪ আসন। আসনটিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নের জন্য আলোচনায় আছেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। 

তৃণমূল নেতাকর্মীরা বলছেন সীমানা পরিবর্তন চূড়ান্ত হলে রনির রাজনৈতিক পথ আরও সুগম হবে। তেমন শক্ত কেউ মনোনয়ন প্রত্যাশী না হলে রনির পথ পরিষ্কার। 

দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে সক্রিয় থেকে রনি যুবদলের সাংগঠনিক কাঠামোকে শক্ত করেছেন। মাঠের আন্দোলন, কর্মসূচি কিংবা দলের কর্মী সংকটে তিনি প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। 

দলীয় নেতাকর্মীদের দাবি, নতুন সীমানা বিন্যাসের ফলে রনির জন্য আসন্ন নির্বাচনে বিএনপির মনোনয়নের জন্য শক্তিশালী দাবীদার হিসেবে নিজেকে জাহির করতে পারবেন। সীমানা পরিবর্তনের মাধ্যমে অতীতের সাংগঠনিক জটিলতা রনির জন্য কমবে। তেমনি নিজ এলাকা হওয়ায় ভোটার ও কর্মীদের মধ্যে রনির গ্রহণযোগ্যতা বাড়বে। 

বিগত সরকারের আমলে রনি সবসময় মাঠে ছিলেন। দলীয় কর্মসূচি সফল করতে রনিও উপরের নির্ভর করতে হত বিএনপি নেতাদের। দুঃসময়ে দলের নেতাকর্মীদের পাশে থেকেছেন তিনি। 

বর্তমানে রনি জেলা যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি নিজ এলাকার তরুণ কর্মীদের সংগঠিত করে দলে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছেন। রাজনৈতিক মহল বলছে, সীমানা পরিবর্তনের পর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নের ক্ষেত্রে রনির সামনে নতুন দিগন্ত খুলে যেতে পারে।