
ফাইল ছবি
অপারেশন ডেভিল হান্ট অভিযানে বন্দর থানা ছাত্রলীগের সহ সভাপতি আয়াত (২৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত ছাত্রলীগ নেতা আয়াত বন্দর থানার ২০ নং ওয়ার্ডের মাহামুদনগর এলাকার সৈকত আলী মিয়ার ছেলে।
গ্রেপ্তারকৃতকে বুধবার (৩০ জুলাই) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ১৪ (৮)২৪ নং মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার (২৮ জুলাই) রাতে বন্দর থানার মাহামুদনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
মামলার তথ্য সূত্রে জানা গেছে, বন্দর থানার শাহীমসজিদ এলাকার মৃত জলিল মুন্সি ছেলে খালেদ সাইফুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদেরকে খাবার সরবারাহ করে আসছিল। এর জের ধরে গত ২২ জুলাই ২০২৪ ইং রাত সাড়ে ১২টায় গ্রেপ্তারকৃত আসামী ছাত্রলীগ নেতা আয়াতসহ অন্যান্য আসামীরা বন্দর শাহীমসজিদস্থ খালেদ সাইফুল্লাহ মালিকানাধীন অটোরিক্সা গ্যারেজে সন্ত্রাসী হামলা চালিয়ে ২৩ টি অটোরিক্সা ও চার্জার ও ১টি টেলিভিশন লুটপাট করে নিয়ে।