শুক্রবার, ০১ আগস্ট ২০২৫

|

শ্রাবণ ১৬ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় বিতর্কহীন জনসম্পৃক্ত নেতা রাজীবে আস্থা ভোটারদের

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৫৭, ৩১ জুলাই ২০২৫

ফতুল্লায় বিতর্কহীন জনসম্পৃক্ত নেতা রাজীবে আস্থা ভোটারদের

ফাইল ছবি

নারায়ণগঞ্জ-৪ আসনের সীমানা পুন:র্নির্ধারণের পর আবারও আলোচনায় এসেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব। পাঁচ আগষ্টের পর থেকে এখন পর্যন্ত কোন বিতর্ক ছুঁতে পারেনি রাজীবকে। দলের তরুণ নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদের মাঝেও রাজীবের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। 

রাজীব দীর্ঘদিন ধরে ছাত্রদলে তার নেতৃত্বের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সরাসরি সংযুক্ত থেকে সকল স্তরের কর্মীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেন। ছিলেন তোলারাম কলেজ ছাত্র সংসদের ভিপি।

বিগত সরকারের আমলে আন্দোলন সংগ্রাম ও রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি প্রত্যক্ষভাবে নেতৃত্ব দিয়েছেন। বিএনপির তরুণ নেতাকর্মীদের মাঝে রাজীব নিজেকে ‘আইডল’ হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন।

আসন্ন নির্বাচনে রাজীবকে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে দেখতে চান বিএনপির তৃণমূল নেতাকর্মীরা। রাজীবকে সাহসী, প্রতিবাদী ও কর্মীবান্ধব নেতা হিসেবে দেখেন তার অনুসারীরা। তারা বিশ্বাস করেন যে, ভবিষ্যতে রাজীবের নেতৃত্বেই নারায়ণগঞ্জে বিএনপির জনপ্রিয়তা নতুন মাত্রা পাবে।

এদিকে ৪ আসনে রাজীবের মনোনয়ন প্রত্যাশী তার নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে সীমানা পুনঃনির্ধারণের পর প্রচারণা করছেন। সেখানে ভোটাররাও তার পক্ষে সাড়া দিচ্ছেন।

এর আগে নারায়ণগঞ্জের তিনটি আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আসন তিনটি হল নারায়ণগঞ্জ ৩, ৪ ও ৫। 

বুধবার (৩০ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয় এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

নতুন সীমানা অনুযায়ী নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দর উপজেলা নিয়ে নারায়ণগঞ্জ-৩ আসন, ফতুল্লা থানার পাঁচ ইউনিয়নের সাথে গোগনগর ও আলীরটেক ইউনিয়ন যুক্ত করে নারায়ণগঞ্জ-৪ ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ড নিয়ে নারায়ণগঞ্জ-৫ আসন গঠন করা হয়েছে।