
খাল পরিষ্কার কার্যক্রম
‘গ্রিন অ্যান্ড ক্লিন’ কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার প্রায় দুই দশক ধরে চলে আসা জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ফতুল্লার কাইয়ুম এলাকার একটি খাল পরিষ্কার কার্যক্রমের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ শহরের প্রায় ৯২ কিলোমিটার খাল রয়েছে। তার মধ্যে ১৭ কিলোমিটার অবৈধ দখলসহ নানা কারণে একেবারে ব্লক হয়ে গেছে। পানি প্রবাহ বন্ধ হয়েছে। এই ১৭ কিলোমিটাল খালের পানি প্রবাহ সচল রাখতে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ৯টি খালের ৫৬টি স্পটে প্রায় ১১ কিলোমিটার খাল উদ্ধারের কাজ শুরু হয়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘আমরা আশা করছি, এক মাসের মধ্যেই এই ১১ কিলোমিটার খাল উদ্ধার করতে পারবো। সেইসঙ্গে সিটি করপোরেশনের পক্ষ থেকে বাকি ছয় কিলোমিটার কালিয়ানি খাল উচ্ছেদ করা হবে। আমরা তাদের সব ধরনের সহযোগিতা করবো।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসাদুজ্জামান নূর, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তারসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা।