বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

|

শ্রাবণ ১৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ভাল মানুষদের অগ্রাধিকার দেবেন : আরেফীন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০০:০৫, ২৯ জুলাই ২০২৫

ভাল মানুষদের অগ্রাধিকার দেবেন : আরেফীন

ফাইল ছবি

বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম তদারকি কেন্দ্রীয় কমিটির দায়িত্বপ্রাপ্ত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজীদ আরেফীন বলেছেন, আমাদের সমাজের যারা ভাল মানুষ আছে, গ্রহণযোগ্য মানুষ আছে। যারা কাজ করলে গ্রহণযোগ্যতা বাড়বে। অন্য সাধারণ মানুষ দেখলে ভাববে এ দলে ভাল মানুষ আছে। যাদের মানুষ পছন্দ করে এরকম লোকদের অগ্রাধিকার দিবেন।

সোমবার (২৮ জুলাই) নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় টিমের মতবিনিময় সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, দিন শেষে দলটাকে ভালভাবে গড়তে পারলে ভাল লোকদের আনতে পারলে দল লাভবান হবে। আপনি আমি সকলে লাভবান হবো।