
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেক থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৩ আগষ্ট) সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী এলাকায় ডিএনডি লেক থেকে লাশটি উদ্ধার করা হয়।
লাশটির পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, ডিএনডি লেক থেকে একটি মরদেহ পাওয়া গেছে। লাশটি কয়েকদিন আগের। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। লাশটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তার পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ করছে।