
মাওলানা আবদুল জব্বার
সংবর্ধনা ও প্রাপ্তি সবকিছুই আমাদের আল্লাহর জন্য। এস এস সি ভালো রেজাল্ট এসেছে এখন দায়িত্ব ও কর্তব্য আরো বেড়ে গেল। ঝিমিয়ে পরলে হবেনা।
"মনে রাখতে হবে আগামীর বাংলাদেশ গড়তে তরুণ ছাত্র জনতার ভূমিকা "অপরিহার্য"„ ১০ আগষ্ট রবিবার সকালে রূপগঞ্জ তারাবো অডোটিরিয়ামে এস এস সি /দাখিল সমমনা পরিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার।
এসময় তিনি আরো বলেন, আমাদের দেশে মাস্টার্স, ডিগ্রী পাশ করে চাকুরীর জন্য হন্য হয়ে দৌড়াতে হয়। আমাদের এই টেডিশন থেকে বের হয়ে আসতে হবে। পাশাপাশি "কর্মমুখী" শিক্ষা ব্যবস্তা ও নৈতিক শিক্ষায় আমাদের শিক্ষিত হতে হবে। আমি স্মরণ করছি চব্বিশের গনঅভ্যুত্থানে যেসকল ছাত্র-ছাত্রী শহীদ হয়েছেন। তাদের ত্যাগ জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে। শুকরিয়া আদায়ের মাধ্যমে তিনি বলেন স্বৈরাচারী শেখ হাসিনা তার দলীয় বাহিনী দিয়ে ২০৪১ সালের এর স্বপ্ন দেখেছিল। কিন্তু এতো আয়োজনের পরেও তাকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। আজ যারা নব্য সন্ত্রাস, চাঁদাবাজিতে স্বৈরাচারীদের ছাড়িয়ে যাচ্ছে তারাও এক সময় পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাবেনা। তাই আমি বলবো সন্ত্রাস, চাঁদাবাজ এরা যে কোন দলেরই হউক তাদেরকে ধরে আইনের হাতে তুলে দিবেন।
এই দেশ সবার আমরা সবাই মিলে দেশটাকে গড়ে তুলব,ইনশাআল্লাহ। দেশ গড়ার কাজে সব চেয়ে ভূমিকা পালন করতে হবে তোমাদের মত তরণ মেধাবীদেরকে।