বুধবার, ১৩ আগস্ট ২০২৫

|

শ্রাবণ ২৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে সুইচগিয়ারসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:৩৯, ১৩ আগস্ট ২০২৫

নারায়ণগঞ্জে সুইচগিয়ারসহ আটক ২

ফাইল ছবি

নারায়ণগঞ্জে মর্গ্যান স্কুলের সামনে সুইচ গিয়ার সহ দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। 

বুধবার (১৩ আগষ্ট) সকালে শহরের দেওভোগ এলাকায় মর্গ্যান স্কুলের সামনে এ ঘটনা ঘটে। 

প্রাথমিকভাবে আসামিদের নাম পরিচয় জানা যায়নি। 

জানা গেছে, আটককৃত দুজনেই অটোরিকশা চালক। অটোরিকশাসহ তাদের আটক করা হয়েছে। 

নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, মর্গ্যান স্কুলের সামনে দুইজন মারামারি করছিল। এসময় তাদের আটক করে স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তাদের থানায় নিয়ে আসা হচ্ছে।