বুধবার, ১৩ আগস্ট ২০২৫

|

শ্রাবণ ২৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে আড়াইহাজারে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৪০, ১১ আগস্ট ২০২৫

গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে আড়াইহাজারে মানববন্ধন

মানববন্ধন

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জাজামান তুহিন হত্যার প্রতিবাদে সোমবার আড়াইহাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় থানা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধনে সভাপতিত্বে করেন প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ। 

সাধারণ সম্পাদক মজিবুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক শাহজাহান কবির, মাজহারুল ইসলাম, রুবেল মিয়া, রফিকুল ইসলাম রানা, মনিরুজ্জামান সরকার, বাদল আহমেদ, আলআমিন ভুইয়া ও হাবিবুর রহমান হাবিব।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, শাহজাহান সিরাজ, সুফর উদ্দিন প্রভাত, মোস্তফা কামাল, হাবিবুর রহমান হবি, কামরুল ইসলাম, জাইদুল হক, আবু সাঈদ, কাজী সিফাত খান ও মবিন ভুইয়া প্রমুখ। সভায় বক্ততাগণ সাংবাদিক আসাদুজ্জামানের হত্যাকারীদের ফাঁসির দাবী জানান।