
ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ব্যস্ততম মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সোমবার দুপুরে জেলা ও উপজেলা প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশনের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- সোনারগাঁ উপজেলা প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ ড. নুর আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির সভাপতি ডা: মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক ডা: ফারুকুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির সভাপতি মাহাবুব রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন- সোনারগাঁ উপজেলা প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির সাধারণ সম্পাদক ডাঃ সাত্তার আলী সুমন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক, কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, উপজেলার বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক কর্তৃপক্ষ সকলের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে রাত-দিন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেবার মানুষিকতা নিয়ে গঠিত এ হাসপাতাল গুলোতে প্রতিনিয়ত বিভিন্ন রোগীরা এসে ভীড় করছে। আমরা এ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার গুলো পরিচালনায় সকলের সহযোগীতা কামনা করছি।