মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

|

আষাঢ় ৩০ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সোহাগকে ইট ও সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করা নান্নু নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৩০, ১৫ জুলাই ২০২৫

সোহাগকে ইট ও সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করা নান্নু নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

নান্নুকে নারায়ণগঞ্জের বন্দর থেকে গ্রেপ্তার

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নুকে নারায়ণগঞ্জের বন্দর থেকে গ্রেপ্তার করেছে রাজধানী ঢাকাস্থ র‍্যাব-১০। এসময় সহযোগিতায় ছিল নারায়ণগঞ্জস্থ র‍্যাব-১১ এর একটি ইউনিট। 

র‍্যাব-১১ এর একটি সূত্র জানায়, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে র‍্যাব ১০ এর পক্ষ থেকে। অভিযান পরিচালনায় র‍্যাব ১১ এর একটি দল সহযোগিতায় ছিল।

সোমবার (১৪ জুলাই) দিনগত রাত একটার দিকে তাকে বন্দরের কলাগাছিয়া বালিয়া গ্রামে আসামির মামার বাড়ির পাশে থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নান্নু কাজী আব্দুল কাদের কাজীর ছেলে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকান্ডের কথা স্বীকার করেছে বলে র‍্যাব ১১ এর একটি সূত্র নিশ্চিত করেছে।

এই নান্নু ভাইরাল ভিডিওর ইট ও সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করা চারজনের একজন।

এ নিয়ে এই হত্যার ঘটনায় মোট ৮ জনকে গ্রেপ্তার করা হলো। এর আগে ১৩ জুলাই সকালে রাজধানী ঢাকা ও নেত্রকোনা থেকে  সজীব ও রাজীব নামে ২ জনকে গ্রেপ্তার করা হয়।

গত বুধবার দ্বন্দ্বে লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে এবং ইটের টুকরাে দিয়ে থেতলে হত্যা করে সন্ত্রাসীরা। পরের দিন এই ঘটনায় নিন্দার ঝড় উঠলে নিহতের বোন বাদি হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন বলেন, র‌্যাব রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।