
ফাইল ছবি
নারায়ণগঞ্জের বন্দরে ২৬ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম টিসিবির পন্যের ডিলারশিপ পেয়েছেন। এঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ দেখা গেছে।
ঠিক কী প্রক্রিয়ায় তিনি টিসিবির ডিলারশীপ পেয়েছেন তা নিয়ে স্থানীয়দের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে। জানা গেছে, ওসমান পরিবারের অন্যতম ঘনিষ্ঠ ছিলেন এই জাহাঙ্গীর। নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি সেলিম ওসমানের কর্মী ছিলেন তিনি।
বিগত সময়ে বন্দরে ওসমান পরিবারের ছত্রছায়ায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন জাহাঙ্গীর। সর্বশেষ ২০২৪ সালে ৭ জানুয়ারির নির্বাচনেও সেলিম ওসমানের পক্ষে প্রকাশ্যে মাঠে দেখা গেছে জাহাঙ্গীরকে। নির্বাচনকে প্রভাবিত করতেও সেসময় কাজ করেন তিনি।
আওয়ামী লীগের পতনের আগে বন্দরের ২৬ নং ওয়ার্ড এলাকায় গেলেই দেখা পাওয়া যেত জাহাঙ্গীরের বিভিন্ন ব্যানার ফেস্টুনের। এসকল ব্যানারে সেলিম ওসমানের ছবির পাশাপাশি জাহাঙ্গীর আলমের ছবিও দেখা যেত।
পাঁচ আগষ্টের পর এলাকা ছেড়ে পালিয়ে যান জাহাঙ্গীর আলম। পরবর্তীতে পরিস্থিতি শান্ত হলে নিজ এলাকায় ফিরে আসেন জাহাঙ্গীর। দীর্ঘদিন এলাকা সক্রিয় না থাকলেও টিসিবির ডিলারশীপ নিয়ে ফের আলোচনায় এসেছেন এই জাহাঙ্গীর আলম।