
ফাইল ছবি
নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি (দুই) এর ভুলতা গ্রিডের অর্ধেকের বেশি যন্ত্রপাতির কার্যক্রম বন্ধ থাকায় গত এক সপ্তাহ ধরে আড়াইহাজার উপজেলায় দিনে ৬ ঘন্টাও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না।
ফলে ব্যাহত হচ্ছে দৈনন্দিন কার্যক্রম, কলকারখানায় উৎপাদন, প্রচন্ড গরমে হাঁসফাঁস করছে মানুষ, গরমজনিত জ্বরে এবং নানা রকম পেটের রোগে ভুগছে শিশু-বৃদ্ধসহ অসংখ্য মানুষ।
কর্তৃপক্ষ বলছে, সপ্তাহব্যাপী ঢাকা থেকে প্রতিদিন ৫০-৬০ জন করে লোক এনেও গ্রিডের যান্ত্রিক সমস্যার সমাধান করা যাচ্ছে না। সারাদিনে ও রাতে কতবার যে বিদ্যুৎ আসা-যাওয়া করে, এর কোন ইয়াত্তা নেই। ৩০ মিনিট বিদ্যুৎ থাকলে ২/৩ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। ফলে স্বাভাবিক জীবনযাত্রায় এর বিরোপ প্রভাব পড়ছে।
এদিকে আড়াইহাজার মূলত শিল্প প্রধান এলাকা। এছাড়া বড় বড় বাজারসহ উপজেলা ও পৌর সদরে অনেক দোকানপাটে কম্পিউটারে কাজ করা হয়। ঘন ঘন বিদ্যুৎ আসা-যাওয়া করলে অনেক কম্পিউটারসহ ইলেকট্রনিক সামগ্রী বিকল হয়ে যায়। ফলে লোকজন আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। কল কারখানায় উৎপাদন থমকে গেছে।
গতকাল সকাল থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত প্রতি আধা ঘন্টা পরপর ২ ঘন্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
এ বিষয়ে ভুলতা অফিসের জেনারেল ম্যানেজার ( জি এম) নুর মোহাম্মদের সাথে কথা বলার জন্য তার মুঠোফোনে বেশ কয়েকবার কল দিলেও তিনি ফোন ধরেননি।
নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি (দুই) এর আড়াইহাজার জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজি এম) টি এম মেজবাহউদ্দিন জানান, আমাদের প্রতিদিনের বিদ্যুতের চাহিদা ২ শত মেগাওয়াট। কিন্তু গত প্রায় এক সপ্তাহ ধরে ভুলতা গ্রিডের সিংহভাগ যন্ত্রপাতি কাজ না করায় আমরা বিদ্যুৎ পাই দৈনিক ৯০-৯৫ মেগাওয়াট। তিনি জানান, মেরামতের কাজ কর্ম চলছে। আশা করি, দু এক দিনের মধ্যে সমস্যার সামাধান হতে পারে।