
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এঘটনায় তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৬টায় মহাসড়কের আমিজ উদ্দিন পেট্রোল পাম্পের উল্টো পাশে চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা ও যাত্রীরা জানান, বাসটি দ্রুত গতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়। এসময় তিনজন সামান্য আহত হন। আহতদের উদ্ধার করে পথচারীরা হাসপাতালে নিয়ে যায়।
এদিকে দুর্ঘটনার পর ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে হাইওয়ে পুলিশ গাড়িটি সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।
এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, সকালে মহাসড়কে একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়েছিল। হাইওয়ে পুলিশ বাসটি সরিয়ে যানচলাচল স্বাভাবিক করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।