বুধবার, ১৩ আগস্ট ২০২৫

|

শ্রাবণ ২৮ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মানুষের কল্যানে কাজ করাই আমাদের মূল লক্ষ্য : আবদুল জব্বার 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:২১, ১১ আগস্ট ২০২৫

মানুষের কল্যানে কাজ করাই আমাদের মূল লক্ষ্য : আবদুল জব্বার 

ঢালাই কাজের উদ্বোধন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ শিমরাইল নয়াআটি এলাকায় অবস্থিত মুইদ ফাউন্ডেশন-এর ছাদ ঢালাই কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১১ আগষ্ট সকালে ছাদ ঢালাই কাজ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফতুল্লা সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ- ০৪ আসনের সংসদ সদস্যপ্রার্থী মাওলানা আবদুল জব্বার।    
এসময় তিনি ফাউন্ডেশনের শিক্ষা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতে প্রতিষ্ঠানটির আরও অগ্রগতির জন্য দোয়া করেন। তিনি আরো বলেন “মানবকল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য„।  মুঈদ ফাউন্ডেশন এই অঞ্চলে শিক্ষা, সেবা ও উন্নয়নের ক্ষেত্রে একটি অনুকরণীয় ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।”

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনটির সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ইঞ্জিনিয়ার আব্দুল বাকী, নারায়ণগঞ্জ মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সিদ্ধিরগঞ্জ উত্তর থানা আমীর মোঃ কামাল হোসাইন সহ  স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ফাউন্ডেশনের অন্যান্য পরিচালকtr কর্মচারী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।