ফাইল ছবি
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে বাকপ্রতিবন্ধী শিশু সাকিব শিকদারকে হত্যার ঘটনায় দীর্ঘ এক বছর আট মাস পর অবশেষে মূল রহস্য উন্মোচিত হয়েছে। হত্যাকান্ডে জড়িত আসামি সিয়ামকে (১৯) গ্রেপ্তার করেছে পিবিআই।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানায় নারায়ণগঞ্জ পিবিআই এর পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল রাশেদ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের ৪ এপ্রিল দুপুরে আড়াইহাজারের পাঁচরুখী এলাকায় নিখোঁজ হওয়ার পরের দিন সকালে আসামীর চাচা জাকিরের গোয়ালঘরের পাশে পড়ে থাকতে দেখা যায় সাকিবের লাশ। এ ঘটনায় সাকিবের মা তানিয়া আক্তার অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যার দায় স্বীকার করে। পরে আদালতে ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। পরবর্তীতে সিয়াম আদালতে হত্যার দায় স্বীকার করায় তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
পিবিআই জানায়, মামলার তদন্ত এখনো চলমান রয়েছে এবং আরও কেউ জড়িত থাকলে তদন্তে তা প্রকাশ পাবে।

