ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় ৪৯ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে একথা জানায় জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি হলেন- ফতুল্লা থানার তল্লা সবুজবাগ এলাকার মৃত সিরাজ মল্লিকের ছেলে মো: আবুল কালাম ওরফে আবু (৫২)। গতকাল রাতে ফতুল্লার তল্লা গ্রীন রোড এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রোপ্তার করে ডিবি পুলিশ।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ল খন্দকার জহির উদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

