বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

|

শ্রাবণ ১৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

প্রজ্ঞাপন বাতিলের দাবিতে না.গঞ্জে কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৪৪, ২৮ জুলাই ২০২৫

প্রজ্ঞাপন বাতিলের দাবিতে না.গঞ্জে কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের মানববন্ধন

মানববন্ধন

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কিন্ডার গার্টেনের এক কোটি শিশু শিক্ষার্থী ও ২০ লাখ শিক্ষক শিক্ষিকার ভবিষ্যত নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

সোমবার (২৮ জুলাই) বেলা ১১টায় বন্দর উপজেলা কার্যালয়ের সামনে বিভিন্ন দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে বন্দর উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবারে স্বারকলিপি দাখিল করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশে ৬৫ হাজার ৭শ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কিন্ডারগার্টেন স্কুল রয়েছে। যা দেশের ৫০ শতাংশ শিক্ষার চাহিদা পূরণ করে থাকে। আর এ সকল স্কুলে প্রায় ১ কোটির অধিক শিশু শিক্ষার্থী লেখা পড়া করে। আর ৫ম শ্রেণীতে প্রায় ১০ লাখ শিক্ষার্থী রয়েছে। যারা ২০০৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত সরকারি বৃত্তিতে অংশ নিয়েছে। কিন্তু গত ১৭ জুলাই বর্তমান সরকার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলের বৃত্তিতে অংশ গ্রহণ বাতিল করে। যার কারণে ১ কোটি শিক্ষার্থীর ভবিষ্যত অনিশ্চয়তার মুখে পতিত হয়েছে।

বক্তরা আরো বলেন, বাংলাদেশের সংবিধানে ১৭ অনুচ্ছেদে দেশের সকল শিশুদের সমান অধিকার দেয়া হয়েছে।  আমরা এ প্রজ্ঞাপন বাতিলের দাবি জানাচ্ছি। যাতে শিশুরা তাদের অধিকার থেকে বঞ্চিত না হয়।

মানববন্ধনে  বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের প্রধান এ এইচ এম শামীম আহমেদ, মহাসচিব সিদ্দিকুর রহমান, সদস্য সচিব সাইফুল ইসলাম রুবেল, শিক্ষক হাসান কবির, আনোয়ার হোসেন, আরিফ হোসেন, মাহবুব আলম, শামীমা আক্তার বর্ণা, রোকসানা আক্তার প্রমুখ।