
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচীতে ডিলার নিয়োগ স্থগিত বা আবেদনকারীদের উপস্থিতিতে স্বচ্ছভাবে লটারীর মাধ্যমে ডিলার নিয়োগের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্বারক লিপি প্রদান করেছে মহিউদ্দিন শিশির নামে ব্যবসায়ী।
সোমবার (২৮ জুলাই) দুপুরে জেলা পরিষদের কার্যলয়ে এ স্বারকলিপি প্রদানসহ বিভিন্ন দপ্তরে অনুলিপি প্রদান করেন তিনি।
আবেদনকারী স্বারকলিপিতে উল্লেখ করেন, গত ৩ জুন বন্দর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় থেকে খাদ্য বান্ধব কর্মসূচীর নতুন ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সে মোতাবেক তারা আবেদন করেন। আবেদনকারীরা অভিযোগ করেন একটি সূত্র থেকে তারা জেনেছেন অনৈতিক ভাবে টাকা লেনদেনের মাধ্যমে নতুন ডিলার নিয়োগ দেয়ার অপচেষ্টা চলছে। এর আগে বন্দর উপজেলায় ২টি ওএমএস ডিলার নিয়োগে অনিয়ম হয়েছিল। যার কারণে উপজেলা নির্বাহী অফিসার এবং খাদ্য নিয়ন্ত্রকের সেচ্ছাচারিতার অভিযোগে মানববন্ধন করা হয়েছিল। তাই সকল আবেদনকারীদের উপস্থিতিতে প্রকাশ্যে লটারীর মাধ্যমে খাদ্য বান্ধব ডিলার নিয়োগ করা বা ডিলার নিয়োগ স্থগিত করার দাবি জানান।