মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

|

পৌষ ১৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে দোকান বন্ধ, শোক নির্দেশনা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৫৪, ৩০ ডিসেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে দোকান বন্ধ, শোক নির্দেশনা

প্রতীকী ছবি

তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোকের ছায়া দেশের প্রতিটি প্রান্তে বিরাজ করছে। দেশব্যাপী তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং ৩১ ডিসেম্বরকে সাধারণ ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। 

সরকারের শোক নির্দেশনার সঙ্গে গভীর সমবেদনা জানিয়ে দেশের বিভিন্ন ব্যবসায়িক সংগঠনও  তাঁদের কর্মস্থল বন্ধ রাখার আহ্বান জানিয়েছে। 

বাংলাদেশ দোকান মালিক সমিতির নিদের্শে নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতি ৩১ ডিসেম্বর দুপুর ৩টা পর্যন্ত শহরের সকল দোকান ও বিপণিবিতান বন্ধ রাখা হবে বলে ঘোষণা করা হয়েছে। এ শোক নির্দেশনার মাধ্যমে বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানানো এবং রাষ্ট্রীয় শোকের সঙ্গে সহানুভূতি প্রকাশ করা হবে। 

সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এক যৌথ বক্তব্যে বলেন, “খালেদা জিয়া আমাদের দেশের রাজনীতি ও জনগণের কল্যাণে যেসব ভূমিকা রেখেছেন তা অম্লান শ্রদ্ধার দাবি রাখে এবং সেই স্মৃতির প্রতি সম্মান জানাতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।” তারা আরো জানান, শোকাবহ মুহূর্তে সাধারণ নাগরিক এবং ব্যবসায়ীদের প্রতি সহমর্মিতা ও শান্তি রক্ষায় এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এছাড়া বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে এবং দেশের স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একতা ও শান্তি বজায় রাখতে আহ্বান জানাচ্ছে।