
মোশারফ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় মোশারফ নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন। একই সাথে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন আসামি।
একই মামলায় লাশ গুম করায় আসামীকে পাচঁ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত মোশারফ কেন্দুয়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি শিশুর দুঃসম্পর্কে নাতি হয়। তাকে দাদা বলে সম্বোধন করতো।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০২১ সালের ২৩ অক্টোবর শিশুকে ধর্ষণ শেষে হত্যা করে আসামি। পরে নিহত শিশুর মা বাদি হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলায় ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামির উপস্থিততে এ রায় ঘোষণা করে।