বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

|

জ্যৈষ্ঠ ১৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে নকশা বহির্ভূত তিনটি ভবনের নির্মাণ কাজ বন্ধ করল রাজউক

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:৪৪, ২৭ মে ২০২৫

নারায়ণগঞ্জে নকশা বহির্ভূত তিনটি ভবনের নির্মাণ কাজ বন্ধ করল রাজউক

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় নকশা বহির্ভূতভাবে নির্মাণাধীন তিনটি ভবনের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে রাজধানি উন্নয়ন কতৃপক্ষ (রাজউক)।

একইসঙ্গে সবগুলো ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সহ একটি ভবনের বিদ্যুতের মিটার জব্দ করা হয়েছে। এছাড়া দুইটি বহুতল ভবনের নকশা বহির্ভূত বর্ধিত অংশ ভেঙে অপসারণ সহ মালিকদের আট লাখ টাকা জরিমানা করেছেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন সরকার।

সোমবার (২৬ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার ফতুল্লা থানাধিন মাসদাইর আলামিন নগর, তালা ফ্যাক্টরি ও গলাচিপা এলাকায় তিনটি স্থানে এই অভিযান পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান, রাজউকের অনুমোদিত নকশার ব্যত্তয় ঘটিয়ে ভবনগুলোর নির্মাণ কাজ করা হচ্ছিল। যে কারণে নির্মান কাজ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। একই সাথে নির্মাণাধীন একটি পাঁচ তলা ভবনের মালিককে পাঁচ লাখ ও একটি চার তলা ভবনের মালিককে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. লিটন সরকার বলেন, পরবর্তীতে রাজউকের নকশা অনুযায়ী নির্মান কাজ করা হবে এই মর্মে ভবনগুলোর মালিকদের কাছ থেকে আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মুচলেকা আদায় করেছি। অনুমোদন ও নকশা বহির্ভূতভাবে নির্মাণাধীন সব ভবনের বিরুদ্ধে রাজউকের উচ্ছেদ অভিযান অব্যাহত আছে এবং চলমান থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।