বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

|

শ্রাবণ ১৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে যৌথ অভিযানে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৪

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:১৭, ২৮ জুলাই ২০২৫

রূপগঞ্জে যৌথ অভিযানে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৪

দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ ৪ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৬ জুলাই) রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের পূর্বপাড়া এলাকায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. দেলোয়ার হোসেন (৩৮), মো. সজীব (২৪), মো. সাজ্জাদ (২৩), মো. রিয়ান (১৮)। তাদের সকলের বাড়ি রূপগঞ্জ থানাধীন গোলাকান্দাইল, পূর্বপাড়া। 

গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলামের নির্দেশনায় সেনাবাহিনীর সুবর্ণগ্রাম ক্যাম্পের একটি আভিযানিক দল ও পুলিশের স্পেশাল-৫ টিম যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ধৃতদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন ঘর থেকে দেশীয় অস্ত্র ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে-একটি বড় হাতুড়ি (লোহার মাথা ও বাঁশের হাতলসহ), একটি ধারালো রামদা, একটি ট্যাটা (১৬টি ধারালো শিকসহ), একটি স্টিলের বল্লম, একটি ধারালো ছুরি, একটি হাতদা কোঠ, একটি স্ক্রু ড্রাইভার, দুটি রিক্সার চেইন স্পুকেটযুক্ত লোহার পাইপ, একটি গ্রাইন্ডিং মেশিন, একটি টর্চ লাইট এবং একটি প্লাস্টিকের খেলনা পিস্তল। 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা সেনাবাহিনীর সহায়তায় অভিযানটি পরিচালনা করি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে এই চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, রূপগঞ্জকে মাদক ও অপরাধমুক্ত রাখতে আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।