
ফাইল ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি মাসুদকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব-১১।
সোমবার (২৬ মে) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক মোঃ গোলাম মোর্শেদ।
এর আগে গতকাল রাতে ঢাকার পল্লবী এলাকায় অভিযান চালিয়ে আসামি মাসুদকে (৩৫) গ্রেপ্তার করে র্যাব। মাসুদ কুমিল্লার লাকসাম থানার মাওলানা আব্দুল মান্নানের ছেলে।
এর আগে গত ১৮ মে সিদ্ধিরগঞ্জের পাইনদি এলাকায় নিজ বাড়ির অদূরে খেলতে গেলে একই এলাকার মহিউদ্দিন আল মামুন ও কামরুজ্জামানের বাড়ির দারোয়ান মাসুদ ছয় বছরের শিশুটিকে মুখ চেপে গার্ড রুমের ভেতরে নিয়ে যায় এবং তাকে ধর্ষণের চেষ্টা করে।
এসময় শিশুটি কান্না শুরু করলে তাকে সেখানে ফেলেই পালিয়ে যায় মাসুদ। পরবর্তীতে ভিক্টিমের মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।