বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

|

জ্যৈষ্ঠ ১৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে কিশোর আবদুল্লাহ হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০১:০৫, ২৭ মে ২০২৫

নারায়ণগঞ্জে কিশোর আবদুল্লাহ হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

মানববন্ধন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা এলাকায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে নিহত আবদুল্লাহ খান পায়েল (১৪)–এর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও স্বজনরা।

সোমবার (২৬ মে) বিকেলে ধনকুন্ডা ভাঙ্গারপুল ডিএনডি লেকপাড় এলাকায় আয়োজিত মানববন্ধনে তিন শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে নিহত পায়েলের বাবা শামীম খান বলেন, ‘আমার ছেলে হত্যাকাণ্ডে জড়িত তিন আসামিকে এখনও গ্রেফতার করা হয়নি। তাদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

ফুপু পিংকি বেগম বলেন, ‘ডিএনডি লেকপাড় এলাকায় কিশোর গ্যাং, মাদক, ছিনতাই ও ইভটিজিংয়ের উপদ্রব বেড়েছে। লাইট না থাকায় অন্ধকারে অপরাধ আরও বাড়ছে। আবদুল্লাহর মতো আর কাউকে যেন প্রাণ দিতে না হয়।’

তিনি আরও বলেন, ‘যে দোকানের পাশে আবদুল্লাহকে হত্যা করা হয়েছে, সেখানে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত মাদক কিনে খায়। আমরা চাই সেই দোকান উচ্ছেদ করা হোক।’

মানববন্ধন শেষে এলাকাবাসী ও নিহতের স্বজনরা একটি বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি ধনকুন্ডা ভাঙ্গারপুল এলাকা থেকে শুরু হয়ে কদমতলী, নাভানা ভূঁইয়া সিটি হয়ে আদমজী-চাষাঢ়া সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ভাঙ্গারপুল এলাকায় গিয়ে শেষ হয়।

উল্লেখ্য, গত ২৩ মে শুক্রবার রাত ১০টায় কিশোর গ্যাংয়ের দুই পক্ষের বিরোধের জেরে আবদুল্লাহ খান পায়েল ছুরিকাহত হন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই রাতেই নিহতের বাবা শামীম খান বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

পুলিশ ও র‌্যাব মো. হৃদয়, সাব্বির, মো. আতিক ও মো. জাহিদ নামে চারজনকে এ ঘটনায় গ্রেফতার করেছে।