বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

|

শ্রাবণ ১৫ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে ঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দুই শিশুসহ দগ্ধ ৪

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:২২, ২৮ জুলাই ২০২৫

সিদ্ধিরগঞ্জে ঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দুই শিশুসহ দগ্ধ ৪

ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে বাবা-মা ও দুই শিশু সন্তানসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।
সোমবার (২৮ জুলাই) ভোরে সিদ্ধিরগঞ্জের দুই নং ঢাকেশ্বরী এলাকায় এ ঘটনার পর তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- মিশুক চালক মুন্না মিয়া (২৫) তার স্ত্রী কলি খাতুন (২২) তাদের দুই ছেলে কাউসার মিয়া (৫) ও মিনহাজ মিয়া দেড় বছর বয়সী। তাদের গ্রামের বাড়ি গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব পাড়া সাদুয়া গ্রামের।

এর আগে রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে দুই তলা বাড়ির নিচ তলায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা দগ্ধ কলির ছোট ভাই মোঃ রায়হান বলেন, রাত সাড়ে ১০ টার দিকে পরিবারের সবাই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল সে সময় জানালার পাশে গ্যাস লাইন থেকে বিকট শব্দে সারা ঘরে আগুন ছড়িয়ে পড়ে এতে তারা চারজন দগ্ধ হয়। পরে তাদেরকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
ঢামেকের আবাসিক চিকিৎসক ডাঃ মোঃ হারুনুর রশিদ বলেন, মুন্না মিয়ার শরীরের ৪২ শতাংশ, স্ত্রী কলি খাতুনের ২২ শতাংশ, তাদের দুই সন্তান কাউসার মিয়ার ৪০ শতাংশ ও মিনহাজ মিয়ার শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে। তারা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।