
মানববন্ধন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জনগণের যাতায়াতের সুবিধার্থে আন্ডার পাস এর জন্য মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
সোমবার বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের তিন গ্রামের সাধারণ শিক্ষার্থীসহ উৎমা, পেচাইন,এবং কোবাগা এলাকার প্রায় মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করে।
ঢাকা বাইপাস এক্সপ্রেওয়ে এশিয়ান হাইওয়ের সড়কে স্কুল,কলেজের শিক্ষার্থী সহ ৫শতাদিক লোকজন নিয়ে জনগণের যাতায়াতের সুবিধার্থে আন্ডার পাস এর জন্য এলাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করে। উক্ত মানববন্ধনে পেশাজীবি মানুষ,ছাত্র,শিক্ষক হাজারো জনগণের দাবি উৎমা এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কে চলাচলের সুবিধার্থে আন্ডার বাইপাস হলে স্কুল কলেজের শিক্ষার্থীরা নির্বিঘ্নে যাতায়াতের করা যাবে। অত্র এলাকার সমাজ সেবক মো.গিয়াস উদ্দিন বলেন,ওটমা,পেচাইন কোবাগাঁ এলাকায় প্রতিদিন ৪-৫ হাজার লোক রাস্তার এপার ওপার যাতায়াত করে,কারণ স্কুল,কলেজ,মাদ্রাসা, ঈদগাঁ হাট বাজার রাস্তার বিপরীত পাশে। উক্ত এলাকার ডাঃ সিরাজুল ইসলাম রতন বলেন আমাদের এলাকায় ৪০ থেকে ৫০ হাজার লোকের বসবাস চলাচলে কোমলমতি প্রতি নিহত বিভিন্ন দুর্ঘটনা শিকার হয়।অভিভাবক আতঙ্কে থাকে। সোনারগাঁ আইডিয়াল কলেজের ১০ শ্রেনীর শিক্ষার্থী তাহমিনা আক্তার বলেন,আমরা স্কুল কলেজের ৩ থেকে ৪শ' শিক্ষার্থী এশিয়ান হাইওয়ে সড়ক পারাপার হয়ে স্কুলে যেতে হয়।অনেক সময় আমরা আতঙ্কে থাকি। উপজেলা প্রশাসনের নিকট আমাদের জোর দাবি অতি তারাতাড়ি ওটমা এলাকায় এশিয়ান হাইওয়ে সড়ক আন্ডার পাস নির্মান করে আমাদের দুর্ঘটনার হাত থেকে রক্ষা করুন।