
মজিবুর রহমান ভূঁইয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া
রূপগঞ্জের সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মজিবুর রহমান ভূঁইয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুলাই) সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় দোয়া মাহফিলে স্ত্রী, দুই পুত্রসহ অংশগ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
এসময় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি গোলাম ফারুক খোকনের সভাপতিত্বে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।