
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে তিতাস গ্যাস কর্তৃপক্ষ মোবাইল কোর্টের মাধ্যমে একযোগে ৮৫০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে।
২৩ জুলাই (বুধবার) সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এই অভিযানে সাদিপুর ইউনিয়নের কাঠালিয়াপাড়া ও নয়াপুর এলাকার চারটি স্পটে ৩.৫ কিলোমিটার দীর্ঘ গ্যাস লাইনের মাধ্যমে সংযুক্ত প্রায় ৪০০টি বাড়ির অবৈধ চুলা সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানটি পরিচালনা করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন। তিতাস গ্যাসের কারিগরি দল এই অভিযানে অংশ নেয় এবং প্রতিটি অবৈধ বিতরণ লাইন উৎস পয়েন্ট থেকে কিলিং ক্যাপিং করে বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ কার্যক্রম চলমান রয়েছে। যেখানে অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানেই এ ধরনের অভিযান পরিচালিত হবে।
জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিতাস কর্মকর্তারা।